ভাবতে ভাবতে বেবাক একটা আকাশ হলুম
মেঘের ভেলা বেহাওয়াতে ভাসিয়ে দিলুম।
কি জানি কি ভেবে যেই হাত বাড়ালুম
ঝরল কত বৃষ্টি,
বৃষ্টিতে খুব ভিজলুম।
ভিজতে ভিজতে হঠাৎ দেখি একী
রোদ্দুর হয়ে দাঁড়িয়ে আছিস!
একটুও নয় মেকি;
উত্তর আর দক্ষিন
কী ভীষণ বকাবকি
আমি তখন বাধ্য প্রেমিক
আদর পেতে থাকি।

রাগলে তোকে বেশ মিষ্টি দেখায়
অভিমানী এক পাগলা ঝোরা
বে-খেয়ালী আপন চলায়;
তখন কে আর তোকে থামায়
মিঠে কড়া আবোল তাবোল বলায়।
ইচ্ছে করে এক চুমুতে
সব থামিয়ে দিই;
লজ্জাবতী লতার মতন জড়িয়ে ধরে ছুঁই;
চাঁদের গায়ে জ্যোৎস্না হয়ে ভালবাসায় রই।
বুঝি তখন তুই,
অনেকদিনের চেনা সাতজন্মের সই।