অফুরান প্রেমে জাফরান রঙে কবিতারা রেঙেছিল
দারুন দিনে ফাগুনের গানে স্বপ্নেরা জেগেছিল।
বুক চিতিয়ে দুহাত তুলে সাম্যের কথা বলেছিল
অশনি কাল রাজপথ লাল তাজা ফুল ঝরে গেল।
লাল রাজপথ সাক্ষী থাকে অশ্রু শুকিয়ে যায়
আকাশের যত নীরব তারা নির্বাক চেয়ে রয়।
এ কেমন সোনার দেশ সবুজেরা পুড়ে যায় ?
তবু লাল রঙ নিয়ে কৃষ্ণচূড়া জীবনের গান গায়।
আকাশ মাটি কি অভিমানে যোগ্য তানে সমানের গানে
দিগদিগন্ত জাগিয়ে রাখে সবুজ ধানে কলকল কলতানে।
ঝঙ্কারে আজ টঙ্কার ধ্বনি শুনে কী প্রাসাদ দুলবেনা?
মৃত্যুর ভয় করেছে জয় তারা কিছুতেই পিছু হটবেনা।