প্রিয় মানুষ চলে গেলে অসীম শুন্যতা জাগে
আকাশ জুড়ে তখন বিষণ্ণ মেঘের বার্তা ঘনায়;
বাতাসের বুকপকেটে শিউলির বাসি সুবাস
ঢেঁকির পাড় ক্রমশ দূরে সরে সরে যায়।
তবু...
আলপথ দিয়ে যেতে যেতে কে যেন ডাকে
তোরা কি সাগরবেলায় বাসর বসাবি এবার;
পোড়া শরীরে প্রত্যেকবার হাজার কথার মানা
এবারে আর কোন শাসন বারন নেই তাহার।
পাখী...
এখন থেকে আমি নীলআকাশের মুক্তমনের পাখী
আর হবেনা ফাঁকি সবখানেতেই থাকার অঙ্গীকার;
সবার পাঠের শেষে প্রিয় নামটা ধরে ডাকিস
বিশেষ তাড়া নেই দিনের শেষে ঘরে ফিরবার।
উৎসব...
শঙ্খচিলের ছড়ানো ডানায় নীল সমুদ্রঘ্রান নিয়ে
আসবো আমি মহব্বতের কাব্য ডালি সাজিয়ে;
আমায় শুধু একটু সময় দিস বসতে দিবি পাশে
থাকব আমি নিজের মতন মুক্তো মনের হাসি হয়ে।