তোমার জন্য আকাশ ছবি এঁকেছিল
পথের বাঁকে নদী ছুটে এসেছিল।
দূর দূরান্ত থেকে পরিযায়ী এসেছিল
সব্বার বুকে কান্না জমে ছিল।
তুমি নাকি পথের দিকে চেয়ে ছিলে
হিম ভরা বাতাসে উষ্ণতা এনেছিলে।
বুকের নিবিড়ে কত কথা জমিয়ে ছিলে
চোখের পলকে পাখি হয়ে উড়ে গেলে।

আঁধার রাতে যে তারাটা ঝিক মিক জ্বলছে
সেটা বুঝি তুমি !
চেয়ে থাকো আমার দিকে চেয়ে থাকো
আমাদের দিকে চেয়ে থাকো।
সামনের পথ খুব কঠিন
স্বপ্নে এসে সহজ ভাবে চলতে শিখিয়ে দিও।