আমাদের বাংলায় কোন কষ্ট নেই
সবাই বেশ সুখে স্বাচ্ছন্দে আছেন।
সবাই আজ বেশ দেদার খুশি
চোর ডাকাত সাধারণ অসাধারন।
আমাদের অটল অজ্রস্র আশীর্বাদে
ওনারা এখন অঢেল আলোর মুখে।
এখন রাত্রিদিন থাকবেন নিদ্রাহীন
আমাদের ভালো মন্দে থাকবেন অনিমেখে।

রেখেছি কেমন বুদ্ধিমানের পরিচয়
জল উঁচু উঁচু জল নিচু নিচু মেনে নিয়েছি।
বিনিময়ে জমি পদক তিরস্কার পুরস্কার
দুহাত ভরে কুড়িয়ে বাড়িয়ে ঘরে নিয়েছি।
যাদের কষ্ট হয় তাঁদের ওটা অসুখ
তারা বুঝে নিক ডাক্তার দেখাক।
উনি কিন্তু ভালো ডাক্তার যাই হোক
পথ্য বলে দেন ... এক্কেবারে ঠিকঠাক।
ভালো বলতে নাই বা কিছু থাকল...
যা ছিল ভালো সব ঘুচে যাওয়ায় ভালো।

তবে চাকা ঘুরবেই দিন ঠিক আসবেই
বাতাস লাগবে পালে ফুল ঠিক ফুটবেই।
উজান পথে চলি... আমরা যে আশাবাদী  
সরিয়ে আঁধার  উজল আলো আনবই ।