এই বসন্তে আরো এক ফুল ঝরে গেল
সইতে হবে শুন্যতা এযে বড় গভীর বেদনা।
মনে বলে সময় হলে যাবে নিবিড় অস্তাচলে
পৃথিবীর মায়া বন্ধনে থাকবেনা।

আলো আঁধার হাসি কান্না নদীর দুই পারে
বেলা অবেলায় একুল ওকুল ভাঙে গড়ে
নদী শুধু বয়ে যাবে
উৎসমুখে আর কখনো ফিরবেনা।

দিন ঘনালো সন্ধ্যা হোল সবাই ফিরে এলো
একজন শুধু ফিরবেনা সাঁঝের বাতি বলে গেলো।
দূর সুদূরে মিশে গেছে,
কারো ডাকে আর সাড়া দেবেনা।