তুই জিজ্ঞাসা করতে পারিস
আমি কি করে বুঝতে পারি!
তুই মনে মনে কি চাস।
তুই কি গান শুনতে চাইছিস!
কোন গান শুনে ময়ুরের মতন নাচবি।
নীল আকাশ যখন কাজল কালো হবে
তুই এলো চুল মেলে দিবি বৃষ্টি ধরবি বলে।
জিজ্ঞাসা চিহ্ন জোড়া ভ্রুর মাঝখানে সবুজ টিপ
ধুয়ে গেল অঝোরে ঝরা বৃষ্টির জলে
লেপটে যাওয়া নীল শাড়ি
শরীর ছুঁয়ে ছুঁয়ে অন্তরঙ্গ গল্প বলছে।
তুই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিস
আমার দৃষ্টিতে ঠিক যেন তুই
কোণার্ক-এর পত্রলেখা অপেক্ষায় রত।
আমি জানিনা সেই গল্পের রাজকুমার আমি কিনা
তাঁর কথা ভেবেই বার বার তোর শিহরণ।
জানি রাত শেষ হলে একবার আসবি
এই নদীতটে সাদা বালিতে পা রেখে রেখে
ঝিলিক দেওয়া স্বচ্ছ জলে ডুব দিবি।
আর একে একে ভাসিয়ে দিবি
হীরক খচিত মুনিমুক্তার মতন সব অহংকার।
জ্যোৎস্নার মত রজনীগন্ধার আতর মাখিয়ে
তোকে নিয়ে যাব আমার রচিত বাসরে।