আমরা আমাদের হত্যাকৃত স্বজনের রক্তে
পা রেখে রেখে চলে যাচ্ছি স্বস্তির আস্তানায়।
আমাদের জন্য ছবির মতন যে ঘর উঠান
আমাদের সদর দরজায় তাজা রক্ত।
নিঃশব্দে মুছে ফেলছি, মাছি তাড়াচ্ছি
কোথা থেকে যে এত মাছি আসছে কে জানে!
ওরাও কি রক্তের গন্ধ পায়! হয়তো!
তাই কি দলে দলে উড়ে আসে।

আমরা আজ্ঞা পালন করছি শুধুমাত্র
আমাদের বেয়নেটের খোঁচায় ফিনকি রক্ত;
নারী শিশু পুরুষ কিছু দেখিনা,
আমাদের সেইভাবে বানানো হয়েছে।
আমরা এখন হৃদয়হীন এক একটা যন্ত্রমানব।
আমাদের মধ্যমণি যিনি তাঁর চোখ নেই
হৃদয় নেই কান নেই আছে শুধু জিহ্বা
চিল চিৎকারে আদেশ দেয়
-তথ্য লোপাট করো, মিথ্যে বোলো,
সত্য গোপন করো আজ এখনি এই মুহূর্তে;
প্রতিশ্রুতি দাও পালন করোনা।

আমরা তাই হাসতে বললে জোকার সেজে হাসি
কাঁদতে বললে রুদালির মতন কাঁদি।
দখল করতে বললে জবর দখল করি,
রক্তবৃষ্টি চাইলে রক্তবৃষ্টি ঝরায় দেশ জুড়ে।
আমাদের চোখে ঘুম নেই ক্ষিদে নেই।
জানি ঠিকই নিজেকে বাঁচিয়ে রাখতে তিনি
আমাদের ঠিক বাঁচিয়ে রাখবেন।