প্রতি সকাল যেন মনে হয়ে
আকাশের আঙটায় রাত্রি হয়ে ঝুলছে।
শিশুর হাসির মতন পবিত্র হতেই পারছেনা
টপ টপ করে মাটিতে রক্ত ঝরছে
আর একটু একটু করে মানচিত্র বদলাচ্ছে।
কেউ কেউ বলছে দেশের জন্য ওটা স্যালাইন
ওটা খুব দরকার শান্তির চাদর বিছিয়ে দিতে।
আবার কেউ কেউ বলছে
এত মানুষ হারিয়ে দেশ বাঁচবে কি করে?
এতদিন ধরে গড়ে গড়ে তোলা পুঁইমাচা সংসার
আযানে আরতিতে মিলে মিশে গড়া পাড়া মহল্যা
মিথ্যে ষড়যন্ত্রে ধুলিস্যাত হতে পারেনা।
রবি নজরুল হারিয়ে গেলে পদ্মা শুকিয়ে যাবে
উত্তরাধিকার সুত্রে ফসলের মন্ত্র ভুল হবে
ঈর্ষা হিংসার তাপে রক্ত ঝরলে পাখীরা বোবা
ফুলেরা ফুটতে ভুলে যাব
মাটির গভীরে মৃতরা উপহাস করবে।
এ তোমার কেমন দেশে হে যেখানে সকাল হয়না।