মাটি যখন শুষে নেয়
শরীরের শেষ লাল রক্তবিন্দু
সেতো যন্ত্রণা গ্রহন করেনা
কালো ছায়া অমাবস্যা লেগে থাকে।
আর্তের চিৎকার বাতাসে মিশে যায়
ইথারতরঙ্গ চার দেয়ালের ভিতর বোবা।
চোখের জল কখন যে কান্না হয় কে জানে!
প্রচণ্ড চরম আনন্দের আবেগে রক্তের উচ্ছাস!
তাইতো কালো চুল রাত গভীরে পথ হারায়।
উদ্দাম নৃত্য পাষণ্ডের,
সৃষ্টির নয় অনাসৃষ্টির।

হৃদয়ের গোপনে প্রেমসুরে রূপকথার ঘর
হাসি আনন্দ আবেগ মান অভিমান স্বপ্ন আশা
দম বন্ধ হয়ে আলোর পথ খোঁজা বন্ধ করে।
রক্ত কান্না যন্ত্রণা ইথারতরঙ্গ
রাত্রি সময় হৃদয় দেয়াল স্টেথোস্কোপ ইত্যাদি...
এরা সব্বাই রাজসাক্ষী হতেই পারত।
ধমকে চমকে গেল ওরা...

"চুপ করে দেখতে থাক"
দেখছিস না উন্নয়ন চলছে।