বিচারের বানী ধুঁকে ধুঁকে মরে
আজো কি নিভৃতে কাঁদবে।
তুমি ও এসো ঘর ছেড়ে
রাজপথে রাত জাগবে।
তবেই বৃষ্টি ঝরবে।
আমার বোনের ব্যথার পূজা হবে।
রাজপথ জুড়ে আঁকছে ছবি
আগুনফুল্কি জীবনের জলছবি।
কে যেন কাল নেভাতে আগুন
বলেছে স্বপ্ন দেখনা কেউ
স্বপ্ন দেখলে হবে মরন,
বরং উৎসবে দাও মন।
তুমি কি বন্ধু হাল ছেড়ে দেবে?
তবে পায়ে পায়ে এসো এই মিছিলে
অসুরের সাজা হবে।
আজ দারুন শপথে
শান্ত স্নিগ্ধ সাগর সুমহান ;
নিমেষেই সব হয়ে যেতে পারে
বজ্র সম কঠিন বহ্নিমান।
বিচার চেয়েছে তরুন তাজা
জীবন আর যৌবন
অসুরেরা সব সাজা পেলে
তবেই উমা জাগবে।
মায়ের আঁচলে চোখ মুছে ফেলে
উৎসবে যোগ দেবে।