এই যে তোমার পথ পানে চেয়ে থাকা
যদি কোনদিন পাইগো তোমার দেখা।
বন্ধুর মতন বলব মাঝে মাঝে কোথায় চলে যাও?
এই যে দেখি গানের খাতায় এই হয়ে যাও উধাও।
এই যে ছিলে ভোরের বেলায় শিউলি ফোটার গন্ধে
এইতো আবার হারিয়ে গেলে শাপলা দোলার ছন্দে।

জানিগো জানি ভুবন জুড়ে পেতে রেখেছ ফাঁদ
বসন্ত বায় জোয়ার ভাঁটায় জড়িয়ে গেছে চাঁদ।
তোমার সুরের তালে ছন্দে ঋতুর আনাগোনা
আকাশ ভরা সূর্য তারায় কল্পনা জাল বোনা।
তোমার আছে হাজার কাজ
     তুমি রাজার রাজা মহারাজ
হাজার খুশি ছড়িয়ে জীবন সবার সাজাও
   তোমায় বরন করি আজ।