মন যে আজো কত কথা বলে অতি সংগোপনে
রাই কিশোরী খবর রাখিস? বসে ঘরের কোণে।
তখন তুই সবুজ ঘাস তখন তুই গঙ্গা ফড়িঙ
চোখেতে চোখ পড়লেই যেন বিদ্যুৎগতি হরিণ!
আচম্বিতে কাছাকাছি কোন এক পলাশ ফোঁটা দিনে
কাঁচের চুড়ি ভাঙতেই তুই রোদ্দুর দেখা কনে;
উঠল ঝড় কি ভীষণ সব যে কেমন এলোমেলো
বিনা মেঘে বজ্রপাত দুচোখে তোর বৃষ্টি নেমে এলো।
দিন গেছে বছর গেছে বয়ে গেছে নদী মোহানায়
ঝড় বৃষ্টি রাত গভীরে মুখ ভাসে মন আয়নায়;
রাইকিশোরী জানিস তোর জন্য লিখি হাজার কবিতা
ভাসিয়ে দিই জোয়ার এলেই নদী জানে সব তা।
একটা আকাশ এখনো আছে তোর চোখের মত নীল
মাঝে মাঝে ডানা মেলে বানজারা এক একলা চিল;
এখনো কি তেমনি আছিস কান্না হাসির রাই কিশোরী
আজো আমি সেই ব্রজের রাখাল বাজাই সুরে বাঁশরী।