আছি আছি আমি তোমাদেরই দলে
পায়ে পায়ে ধ্বনিত মিছিলে মিছিলে।
আধার থেকে আলোয় ফসলে ফসলে
প্রতিদিনের ওঠা পড়ায় সফল অসফলে।
যেখানে অনেক মুখ হাজার কথা বলে
শুধু একটা মুখ চুপ, দোষ ধরলে চলে
আকাশ মাটি নদী পাহাড় গুরু গম্ভীর
হাজার কথা থাকলেও তবু তারা স্থবির।
পৃথ্বী জানে সব কথা নিবিড় যত চুপকথা
লিখছে লিখুক সে রাতকাহনের রূপকথা।