বুঝতেই পারছিলাম একটা ঝড় উঠবে
চারিদিক কেমন গুমোট একটা ভাব
নিঃশব্দে কে যেন অন্তরালে দীপক রাগে আচ্ছন্ন।
কিছুটা যেন আমার আমি
সিল্যুট ছবিতে বুঝি অনেকটা আমার মতন
কিন্ত যে রাগের বিস্তার ভেসে আসছে
ওটা আমাকে আমার গুরুদেব কখনো শেখায়নি।
ক্রমশ তাপ বাড়ছে অন্তর বাহিরে
গাছের সবুজ পাতা যেমন ঝলসে যায়
যেদিকে নিশ্বাস পড়ে সব কেমন যেন জ্বলে
সরে সরে যায় দিগন্ত রেখা
হঠাৎ আমি যেন একটা আগুন মানুষ
দুরত্ব বজায় রাখছে খুব পরিচিতরা
তবু থামছিনা বিস্তার এখন দ্রুতলয়ে
এর পর ঝালায় তখন শুধু আগুন আর আগুন...