জনতা চায়না বিষ পেয়ালা।
দাও ফিরিয়ে দাও
তাদের প্রাণভরা ভালবাসা।
বুলেটে বুলেটে মৃত্যু দিয়েছ
দেশটা কি তবে হবে শ্মশান?
মুখোশটাকে সরিয়ে ফেলে
দাও সঠিক চাওয়ায় আলো আশা।
তলোয়ারে যদি বন্যা ঠেকান যেত
এদেশ কি তবে জন্ম নিত।
তাঁর গুরু গুরু গুরু গর্জনে
যদি মানুষ না সাড়া দিত
সবুজের বুকে সূর্য কি তবে উঠতো।
অহংকারের পাহাড় থেকে এখনি নেমে এসো
ঝর্ণাধারার মতন তোমার দুহাত বাড়িয়ে দিও
শত উন্মুখ মুখে প্রাণবারি ছড়িয়ে দিও
এই সমতল রাজপথে সমভাবে এসে মেশো।
দেখবে তুমি অবাক বিস্ময়ে
উড়বে পাখী আকাশের গায়
ফুটবে ফুলেরা সূর্য ছটায়
স্বপ্নেরা গায় নকশিকাঁথায়।
তাঁর সে চাওয়া ব্যর্থ হবেনা
বাঁচবে মানুষ পূর্ণ স্বাধীনতায়।