টিক টিক করে ঘড়ির কাঁটা
পিছন দিকে ফিরতে চায়।
শিউলি কুড়ানো ভোরবেলা
বারে বারে ডাক দিয়ে যায়।
হৃদয় মাঝে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা।
শিশির ছড়ানো সবুজ মাঠে
সারাদিন শুধু খেলা।
চুরি করে আচার খাওয়ার
দারুন মজার দিন ছিল।
ভাসান শেষে বাড়ি বাড়ি
প্রনাম করার নাড়ু ছিল।
দিনে রাতে পাখীর শিষে
বন্ধু ডাকার ফন্দী ছিল।
হাসি গল্পের টুক কথাতে
জমজমাটি আড্ডা ছিল।
বন্ধুরা সব কোথায় গেল
আলো আঁধারে হারিয়ে গেল
একলা ঘরে বন্ধু বিনে
মন কেমনের রাত্রি এলো।
স্মৃতির পাতা উল্টে যায়
ওদের যদি দেখা পায়।
চুটিয়ে ঝগড়া করতে চাই
গলা জড়িয়ে গাইতে চাই।
দেশ ছাড়িয়ে বন্ধু বিদেশ যায়
ছটফট করে মনের পাখী।
বুকের ভীতর অঝোর বৃষ্টি
বাদল ভরা কাজল আঁখি।
বন্ধু কোথায় বন্ধু আয়
প্রাণের কথা বলবি আয়।
ফেলে আসা দিনগুলোকে
আবার ভালবাসতে চাই।