সেই কবে থেকেই পড়ে আছি
আদি থেকে থেকে অনন্তে যেমন বাঁচি।
কেউ কেউ বলে পাঠিয়ে দেব রাঁচি
আমার তখন ভীষণ রকম পায়
লম্বা একটা হাঁচি ।
মনে মনে ভাবি যদি যেতাম চলে সাঁচি
হাতে থাকত কলম কাগজ আর থাকত কাঁচি ।
আবোল তাবোল লিখে ফেলি কতনা সাত পাঁচই
লিখেই আবার কাটব কুচিকুচি,
উড়িয়ে দেব শেষে দিয়ে লম্বা হাঁচি।
লিখতে লিখতে পৌঁছে গেছি চাঁদের কাছাকাছি
আমি তখন কেউকেটা মিথ্যে নয় সত্যি কথা বলছি।
কে বা কারা ছাপিয়েছে বই আমি কি আর আমাতে আছি!
ওতেই আমি রুবেল পাচ্ছি
প্রথম পাতায় খবর এটাই দেখছি।