মনের কোণে মেঘ কি ভীষণ ছিল আবেগ
আকাশ থেকে নামবে কান্নার মত সে ঝরবে
জল টুপটুপ বৃষ্টিতে মল ঝুমঝুম বাজবে
আকাশ ফর্সা হবে মনে কি ভরসা জাগবে?
কিনা কি হবে জানি সে'যে ভীষণ অভিমানী।

গুরু গুরু গুরু গম্ভীরে ঝিল্লিরা ডাকে একসুরে
পুকুরের জলে পদ্মকলি বৃষ্টি মাখে পাপড়ি মেলি।
ঐ কে আসে বকুলতলে মুখ ঢাকা যার অঞ্চলে
কথা রাখেনি প্রেমিক, প্রেমিকা ভাসে চোখের জলে।
তবু এ'মন মানেনা বারণ বুঝি'বা কারণ ভরা শ্রাবণ।

জেগে জেগে থাকে রাত্রি একা অন্ধকারে পথটি ঢাকা
জ্বলে জ্বলে যায় জোনাকি আলো আঁধারের আঁকিবুঁকি।
ডুবে ডুবে যাওয়া প্রণয় বেশ নিশির ডাকে জীবন শেষ
হারিয়ে গেল প্রাণ বাতাসী বিষ পেয়ালায় মরেছে সাকি।
আর কতদূর যাবে বলো এ জীবন বুঝি পূর্ণতা পেলো।