ছেড়ে গেলাম আমার জন্মভূমি
বুকের ভিতর কান্না নদী
কয়েকদিনের হবো প্রবাসী
দিল্লী দেরাদুন হরিদুয়ার বাসি।
চাকায় চাকায় দিচ্ছি পাড়ি
নিত্য নতুন হরেক গাড়ি
ভিতর ঘরে কাঁদছে বাড়ি
সাজানো গোছানো রাজপথ ধরি।
নতুন মানুষ নতুন রকম ভাষা
ব্যস্ত সবাই চোখে নতুন আশা
দেশের মানুষ দিচ্ছে পরিচয়
দেশ ছেড়েছি বাংলায় কাজ কোথায়?
এক চোখে জল এক চোখে হাসি
মনে মনে সে মানুষকেই ভালোবাসি।।