পড়ন্ত রুদ্দুরে এখনও কিছু আলো
সব ফুলের সুবাস এখনও বাতাসে
ভুলের মাশুল দিয়ে দিয়ে চলেছি
একদিন ফিরে যাবো নিজের দেশে।
তুমি কি এখনও আছো পথ চেয়ে।

এখনও মাটির বুকে প্রাণ খুঁজি
চোখের জলে মুক্তির উদযাপন
জ্বলে থাকা দীপে যন্ত্রণার উপশম
যদি কিছু পাই সমাধান সুত্র।
তুমি কি থাকবে আমার অপেক্ষায়।

বুকের অনুভবে রাতের হিম জমছে
ধানের শীষে ছড়িয়ে দেবার প্রতিশ্রুতি
কাল রাতে কারা বাজি পুড়িয়েছে
বারুদের অস্বস্তিতে নির্ঘুম রাত্রি যাপন।
তুমি বলতেই পারো,
চলে এসো অন্তপুরে প্রিয় চিরসখা মোর।