নেই নেই কেউ নেই
তুমি নেই আমি নেই কেউ নেই
পড়ে আছে শুধু পৃথিবী একা।
না সূর্য নেই চাঁদ তারা নক্ষত্র নেই
অসীম এক শুন্যতায় পৃথিবী ঘুরে চলেছে।
অবিরাম বৃষ্টিধারায় ও যেন কি বলে চলেছে।

তোমাদের ছাড়া আমার অস্তিত্ব বিপ্নন্ন।
তোমরায় নিজেরা নিজেদের চাহিদায় মরেছ।
কতবার কতবার ধ্বংস থেকে বাঁচিয়েছি
কতবার সাবধান করেছি তিলে তিলে...
তোমার শুনবে কেন?
তোমাদের লোভ মোহ স্বার্থ
কিছুতেই ত্যাগ করতে পারলেনা।
তাইতো সবটা হারিয়ে গেল এক লহমায়।
সাথে সাথে আমাকেও তিলে তিলে মেরেছ।
আমি আমার শেষ প্রাণ শক্তি দিয়ে চেষ্টা করেছি।
পারলাম ন্স কিছুতেই রক্ষা করতে।

এ যেন এক অভিশাপ
এমন স্বপ্ন কেন দেখি প্রতিদিন
জেগে থাকি রাতভোর কখন সকাল হবে।
তুমি কি এই স্বপ্ন দেখো,
তুমিও কি জেগে থাকো;
আগত ঝড় বৃষ্টি যেন বলছে
বুঝিয়ে দিতে চায়ছে তৈরি থেকো জেগে থেকো
আর একবার সুযোগ দিতে এলাম ভীষণ রূপে।
নিজেরা বাঁচো নিরাপত্তার প্রাচীর গড়
তোমাদের ভালবাসার পৃথিবীকে আগলে রাখো।