রেখেছি গো তারে রেখেছি অন্তরে
কাগজে নয় হৃদয়ের গোপন ঘরে।
যখন যেমন ইচ্ছা হয় যায় আসি
গল্প হাসি গানের স্বরলিপি মন্তরে।

শীত সকালে তোমায় দেখি নরম চাদরে
বৃষ্টি দিনে কাকভেজা ভিজি ভরা ভাদরে।
ঝড়ের গানে খোলা চুল যার ওড়ে
গীতবিতানের পাতায় তাঁর মুখ মনে পড়ে।

পরিযায়ী সব ফিরে ফিরে আসে
মেঘের ডানায় গান ভেসে আসে
কে যেন ঠিক পাশে এসে বসে
বলে কেমন আছো আমায় ভালবেসে।

পালেতে লাগে বাতাস নৌকা ওঠে দুলে
ঠিকানা হারানো বাউল দিলাম রশি খুলে।
এযেন সেই হারিয়ে পাওয়া আমারো পরমরতন
এসো এসো প্রিয় এসো ভুলে যাও সব বাঁধন।