চিরদিন সাথে থেকো মৌসুমি
আমার কাছে আমার পাশে
সাগর পাড়ে নদীর ধারে
আমার গানের সবুজ ঘাসে ঘাসে।

বুকের ভিতর বৃষ্টি আর খরায়
তোমারই মুখ কেবলই মনে পড়ে ।
ফেলে আসা দিনগুলো কাছে ডাকে
ওরা সব বসত করে আমার সুরের ঘরে।

তুমি এমনি করেই জাগিয়ে দিয়ে যেও
আলোক মালার উজল ফুল মঞ্জরী।
এমনি করে সাজিয়ে রেখে দিও
সুরবাহারের সপ্তসুরের স্বপন তরী।

এইযে আলো এইযে আঁধার জুড়ে
বাজিয়ে যাও ইমন কল্যাণ বসন্তবাহারে।
সে'যেন সব তোমার মনের আলপনা
নিত্য তাই ঝরিয়ে দাও হৃদয় মাঝারে।