একদিন তোকে কাছে পেতে স্বপ্নে উড়াল দেবো
তোর পরানের প্রেম সাগরে ডুবেই নাহয় মরবো।
দুরের দেশে থাকিস বড় ইচ্ছা লাগে দেখতে।
কানে কানে বলতে কথা ফাগুনী পূর্ণিমাতে।
পলাশ ফুটলে জঙ্গলেতে তোকেই মনে পড়ে
ধামসা মাদল বাজলেই আমার হৃদয় কেমন করে।
বুকের ভিতর আগুন জ্বলে নেভায় কি করে?
পথের দিকে চেয়ে চেয়ে রাত্রি গেছে ফিরে।
ঝিঙে ফুলে রঙ ধরেছে একটা ভ্রমর গুনগুনায়
মনে আমার প্রেম জেগেছে তোকেই কাছে চাই।
চোখের কাজল ধোয়ার আগে তোকেই দেখতে চাই
তোর দরাজ বুকে প্রেমের আগুন নিভিয়ে নিতে চাই।