এসো এসো এসো হে আদি অনন্ত মহাকাল
প্রেম এনে দাও সকল হৃদি মন্দিরে মন্দিরে
ঘুচে যাক যুদ্ধ... রক্ত ঝরা শেষ হোক...
দূর হয়ে যাক স্বার্থের সকল আদান প্রদান।
অবসাদের অন্ধকার সরিয়ে
পূরবের আকাশ সিন্দুর রঙে সেজে উঠুক।।
সোনা ঝরা বালুকনায় রেখে যাও পদচিহ্ন...
ক্ষয় অবক্ষয়ের ঝিনুক ভাঙা মুক্তোর
কি অপরূপ বাহার দেখাও দুচোখ ভরে।
শাশ্বত সূর্যের সামান্য কিরণে
ঝিকমিক করে ওঠা সবুজ ঘাসে শিশিরের মতন
প্রেমের জল কণা অবিরল করো বিতরণ।
আসলে চাওয়া পাওয়া নিয়ে পথ চলা
পেতে পেতে কখন জানি দিতে ভুলে গেছি।
এখন শুধু দুহাত ভরে দিয়ে যেতে হবে
আমার যা কিছু স্বম্বল।।
যেমন প্রকৃতি শুধু দিয়েই যায়
কখনই সে ক্লান্তিবোধ করেনা।
মাপে পরিমাপে হয়তো কিছু ভুলচুক...
হয়ে যায় আশীর্বাদ নতুবা অভিশাপ...
জীবনের সকল প্রেমে শুধু জিতেই যাবো
একবারও হারবনা এমনটা যেন কিছুতেই হয়না।
তবেইতো হারমানা হার নিয়ে গর্ব করব।
তোমার কাছে এমন জাগতিক প্রেমে
বারে বারে হেরে যেতেও রাজী।
একটু একটু করে হে মহাকাল
তোমার মত করে আমকে গড়ে নিও...