প্রেম আসুক
প্রেম আসলেই কবিতা আসবে
প্রেম আসুক প্রেম আসলেই
ভুল ভাঙবে ফুল ফুটবে
পাখী গাইবে নদী মোহানায় ছুটবে।
মানুষের সাথে হবে মানুষের পরিচয়।
প্রেম আসুক
প্রেম আসলেই মেঘেরা ডাকবে
সাথে করে আনবে সাগরের জলকণা
দিগ দিগন্তে ওরা ছুটবে গর্জন রবে
মেঘে মেঘে লুকোচুরি শেষে ক্লান্ত হবে
অমৃতের স্বাদ নিয়ে মাটিতে নামবে ।
বিরহী ধরণী সেই জলধারায় পুষ্ট হবে,
শুষ্কতার বন্ধ্যাত্য ঘুচিয়ে কোমল হবে।
সে তখন ফসলের গানে মেতে উঠবে।
প্রেম আসুক
প্রেম আসলেই চাঁদ গলে গলে পড়বে
জোনাকির দল উৎসবে মেতে উঠবে
প্রকৃতির ঐকতানে জীবন সফল হবে
প্রেম আসুক
প্রেম এলেই জীবনের গানে ছন্দ জাগবে।
শ্মশানের চিতা ভস্মতেই
লাভ ক্ষতির অঙ্কটা ঠিক মিলে যাবে।