বুকের ভিতর প্রেম সায়র
বুঝবে কি সে আমার নাগর ?
ফুল তুলতে ভুল হয়েছে আবার
কেমনে দেবো গলায় মালা তাঁর।

থাকলে যদি প্রেম চাঁদে পুড়বে
এলে সে প্রেম জ্যোৎস্না ঝরবে।
মন খুঁজেছ প্রেম জগত দুয়ার
জানোনি কাছেই ছিল প্রেম আমার।

কোথায় বৃন্দাবন কোথায় বারানসি
বুঝবে কে মনের কথা আরে?
গাজন মেলায় চোখে চোখ পড়েছে
উদাস বাউল সে স্বপ্নে ছিল বিভোর।