অনেক সময় ভাষা হারিয়ে যায়
জলজ্যন্ত সবুজ অরণ্য যখন চকচকে শহর
তরঙ্গায়িত নদী লোভের আগুনে শুখা
শিশুর হাতে খেলনা হয় অ্যাটমবোমা
মৃত বাকলের শরীরে আঁতিপাঁতি করে
আতশ কাঁচের ভিতর দিয়ে জীবন দর্শন।
কি যেন ফুরিয়ে যায় একটু একটু করে
কষ্ট হচ্ছে ঘন ঘন শ্বাস প্রশ্বাস চতুর্দিক হাঁসফাঁস
এ কোন জলহীন দিন এলো সবার ঘরে ঘরে।
দুরের ফ্যাকাশে আকাশ তির্যকে বিদ্রুপ করে...
বলেছিলাম না এমন একদিন আসবেই আসবে
লোভের আগুনে লাগাম তোমরা দিলে না।
অরণ্য এখন ধূধূ একটা মরুভুমি
নদী এখন নামেই প্রকৃতির বাস্তব ছবি
তোমাদের আগামী প্রজন্মের পতন দ্রুততায়
জন্মেই যে হবে এই নব্য পৃথ্বীর যন্ত্রমানব
কোন এক আধিকারিকের নির্দেশে নির্ধারিত হবে
সে কতটুকু প্রাণবায়ু জল পাবে বা পেতে পারে।