এক দুই তিন
কালে অকালে কাটছে দিন।
দুই তিন চার
যা ভাবি তা হয়ে যায় ছারখার।
তিন চার পাঁচ
অধিকার খুইয়ে বাঁচবি যদি বাঁচ।
চার পাঁচ ছয়
বাঁচতে গেলে আগুন হতে হয়।
পাঁচ ছয় সাত
এক সাথ চল হাতের উপর হাত।
ছয় সাত আট
চিনতে হবে মানুষ চলতে রাস্তা ঘাট।
সাত আট নয়
আর কেন বসে নষ্ট করি সময়।
আট নয় দশ
ফোটাতেই হবে আগুনের ফুল পলাশ।