ভালবাসা পথ হারিয়ে ফেলেছে
বিশ্বাসের গোলকধাঁধায় ঘুরে ঘুরে মরছে
প্রজাপতি ডানায় পরিচ্ছন্ন নীল আকাশ
উড়ে উড়ে আসছে কিন্ত বসতে চাইছেনা।
জীবন তবু দ্রুত বিলম্বিতে এগিয়ে চলছে
কখন ক্ষোভে দুঃখে উর্বরে অনাদরে মাথা খুঁড়ছে
না পাওয়ার বেদনার আগুন ধিকি ধিকি জ্বলছে
ফিনিক্স পাখীর মতন আশার আলো নিভছেনা।
জীবনে আসবেই আসবে নিঃশর্ত অমলিন প্রেম
নিবিড় একটা সবুজের দেশ
গালিচা বিছানো স্নিগ্ধ মাটির ঘর
নিঃসীম মরণের কোলে পরম নিশ্চিন্ত রয়ে যাব।