আমাদের জল দাও, মাটি দাও। আশ্রয় দাও,
আলো ছায়ায় বেড়ে উঠতে দাও।
আমরা তোমাদের কাছে বিশেষ কৃতজ্ঞ...
কেউ কেউ সন্তানসম নজরে আদর করে।
রোদ বৃষ্টি ঝড় থেকে নিয়ত আগলে রাখে
যেন প্রাণপ্রদীপ কিছুতেই নিভে না যায়।
আমাদের কেউ কেউ পৃথিবী ছেড়ে দিলে
সেই বিয়োগ ব্যথায় ডুকরে কেঁদে ওঠ।
আমরা দিনে দিনে হয়ে যায় তোমাদের পরমাত্মীয় ।
তোমার বা তোমাদের জীবন জুড়ে
আলো ছড়িয়ে দেবার চেষ্টা করে চলি অবিরাম।
লতায় পাতায় ফুলে ফলে পল্লবে রঙ বেরঙে
সাজিয়ে তুলি একটু একটু করে ।
যেন তিল তিল করে গড়ে তোলা তিলোত্তমা।
আমাদের নানা রংবাহারে তোমাদের খুশি আর ধরেনা;
আমরাও চাই তোমাদের বিশেষ বন্ধু হয়ে যেতে।
একটা কথা খুব পরিষ্কার,
আমি তুমি আমরা আছি বলেই
এই পৃথিবী এখনো এগিয়ে চলেছে তাঁর লক্ষ্যপথে।
তা নাহলে কবেই বিলুপ্ত হয়ে যেত কালের গহ্বরে।
এই পৃথিবীতে দূষণ বাড়ছে খুব দ্রুত...
এই দূষণ মুক্ত করতে তোমাদের পাশে থাকতে চাই।
আমি আমরা মিলে নিশ্চয় পারব
আমাদের কাঙ্ক্ষিত মুক্তির দরজা উদার চিন্তায়
একদিন ঠিক উন্মুক্ত হবেই হবে।