আগুন আগুন
একমাত্র আগুনই পারে সব পুড়িয়ে ছাই করতে।
জল জল
জল সেও পারে পাপ পুণ্য মান অভিমান জুড়াতে।
মাটি মাটি
মাটিও অসীম অনন্ত ধৈর্য রাখে সব মিলাতে
বাতাস বাতাস
দোলাচলে পারে জীবের অস্তিত্ব টিকিয়ে রাখতে।
শুন্যতা শুন্যতা
নিঃসীম শূন্যতা রয় অপেক্ষায় সৃষ্টির খবর রাখতে।

পৃথিবীর গোপনঘরে কারা যেন অস্ত্র মজুত করে
জলের ধারা স্বচ্ছতা হারিয়ে অভিমানে মরে
তেজদীপ্ত শরীরে স্বার্থের কালিতে কালিমালিপ্ত
বাতাসের কণায় কণায় বারুদের বিষের মরন ফাঁদ
শুন্যতা সৃষ্টি আর ধ্বংসের স্থিতিস্থাপকতায় নতমস্তক।