পেরিয়ে গিয়েছে পঞ্চাশ তাই কি হয়েছ হতাশ
একবার ভেবে দেখতেই পারো সংখ্যামাত্র বয়স।

যদি জীবনের আকাশে সূর্যটা যায় পশ্চিমে ঢলে
কাঁধটা ঝাঁকিয়ে বেপরোয়া ভাবে দিব্যি যেও চলে।

আঙুল তুলে কেউ যদি বলে পাক ধরেছে মাথার চুলে
বোলো জ্যোৎস্নাকে ভালবাসি, তাই সে পড়েছে গলে গলে।

জানিগো জানি এখন আর আমি সেই, পাহাড়ি ঝর্ণা নই
উৎসমুখে যাবনা ফিরে স্রোত বুকে করে যাই মোহানায়।

নিত্য নৃত্য প্রশস্ত বুকে রাত্রি দিন হাসি কান্না ধিন তাধিন
দুইপাড় দুইধারে ফসল দোলা চিমনি ধোঁয়া বড় আনন্দ দিন।

সোজাসাপটায় কথা বলি আর পথ চলি কান এঁটো করে হাসি
সুরে বেসুরে তালে বেতালে অতীতের গান আজো ভালবাসি।

জিভের স্বাদে চিনিগো তোমায় চিনি, তুমি যে এখন দূর প্রবাসিনী
আড্ডা গল্প গানে তোমায় চেয়ে পাই তুমি নও সেই একাকিনী।

পেরিয়ে গিয়েছে পঞ্চাশ তাই কি হয়েছ হতাশ
একবার ভেবে দেখতেই পারো সংখ্যামাত্র বয়স।