ছেলেটা আমার নিজের কেউ নয়
ওরা যারা সমতার গান গায়ছিল।
ওরা আমার কেউ নয়
ঐ যে দলে দলে ওরা সবাই মিছিলে
ওরাও আমার কেউ নয়
তবে আমার গায়ে রক্তের আলপনা কেন
বুঝেছি ছেলেটার সুতীক্ষ্ণ চিৎকার
আমার বুকের ভিতর আলোড়ন তুলেছিল
স্তব্ধ নিশ্চল নদীর বুকে বান ডেকেছিল
মনের গহীন অরণ্যে ঝড়ের তাণ্ডব জেগেছিল
কে যেন গুরু গম্ভীরে নির্দেশ দিয়েছিল
তোমার হৃদয়ের শহরে যে পলাশ
তাহাদের যে বড় বিপদ!
প্রজন্মের পর প্রজন্ম বঞ্চিত হয়ে থাকবে?
তুমি হাতের কলম তুলে নাও
এই বরষায় হোক বসন্তের অকালবোধন।
আরো আরো মৃতপ্রায়
শীর্ণ পলাশ চারায় জাগাও যৌবন
এই তাজা রক্তের দাগে ফোটাও রক্তপলাশ।
একী আমার পা দুটো যেন চায়ছে
এই উত্তাল মিছিল জনসমুদ্রে হাঁটি
আমার জীর্ণ গলায় উঠে আসছে
অতি অনায়াসে সমতার সেই দীপ্ত স্লোগান।