এসো পঁচিশ বসো পঁচিশ আগলে আগলে রেখো
বিদায় দিয়ে চব্বিশ মধ্যরাতে হিমের পরশ মেখো।
গেও পঁচিশ নেচো পঁচিশ দিও আরো আশার আলো
পিতা মাতার চোখের মণি হঠাৎ যেন হয়না কালো।
এঁকো পঁচিশ লিখো পঁচিশ নতুন দিনের ছায়া ছবি
সবার যদি ভাত জোটে ছাড়ল কেন কলম কবি।
বুকে পঁচিশ চোখে পঁচিশ স্বপ্ন কাজল পড়িয়ে দিও
যোগ্য লোকের কাজগুলো রাতজাগাদের ফিরিয়ে দিও।

দেখাও পঁচিশ শেখাও পঁচিশ জীবন যেন সত্য হয়
প্রতিশ্রুতির বানভাসিতে কেউ যেন'না পথ হারায়।
জাগাও পঁচিশ বাঁচাও পঁচিশ সাম্য শান্তি সখ্যতা
নদী যেমন বাঁচে অনন্ত যদি থাকে তার নাব্যতা।
দিও পঁচিশ নিও পঁচিশ সরল প্রাণে সহজ ভালবাসা
নতুন করে যুদ্ধ নয় সঠিক ভাবে দেখাও দিশা।