কেউ চলে যায় দাগ রেখে যায়
কেউ পথভোলা পথ ভুলে যায়;
কেউ বার বার ফিরে তাকায়
বলতে ইচ্ছে করে আয় ফিরে আয়।
কেউ শরীরের যন্ত্রণা মুখ বুজে সয়
কেউ তাঁর যন্ত্রণা বুঝেও না বুঝতে চায়;
কেউ কিচ্ছু না বলে চকিতে হারিয়ে যায়
যেন কালবৈশাখী এসেই দ্রুত পালিয়ে যায়।

কেউ ভেবেছিল আসবে সে এই ঠিকানায়
কেউ তীর মেরেছিল তাঁকে কথায় কথায়;
কেউ আদরের হাত রেখেছিল মাথায়
কিন্ত সে কাউকেই দেয়নি অঢেল সময়।
কেউ কি জানতনা! প্রদীপ নিভে যাবে!
কেউ যদি আগুন হয়ে, তাঁকে ছুঁয়ে দিত নিরবে
জ্বলে থাকত সে অকালে যেতোনা নিভে
আফসোস হাহুতাশে সে কি আর ফিরবে?

পথভোলা সে একা একা চলেছে কোথায়
অনন্ত এক ছুটিতে আকাশের নীল নীলিমায়;
নিরবে আজ্ঞা পালনের তাঁর নেই কোন দায়।
তবু তাঁকে ডাক দিতে বড় ইচ্ছা হয়
যদি সে ভুল করে একবার সাড়া দেয়।