দারুন অপূর্ব এক আলোয়
বিকেলটা হয়ে গেল কনে দেখা রোদ্দুর।
তোমার মুখে প্রতিবিম্বিত আলোয় তুমি অনন্যা
ধূসর শুষ্ক বালুরাশিতে আছড়ে পড়ছে অনর্গল ঢেউ
আলোরকণা মিশ্রিত ঢেউ ভিজিয়ে দিচ্ছে আলোক স্তম্ভ
ক্রমশ শিক্ত হয়ে জীবন্ত হয়ে উঠছে সমুখে
ওদের একজন তুমি অন্যজন আগন্তুক
দেখতে আমারই মতন কতকটা
কিন্তু সে মূর্তি আমি নই
অন্য কেউ প্রক্সি দেয়।
তোমার সাথে হাসি বিনিময়ে
পদচিহ্ন রেখে চলে যাও দূর সুদূরে
নগ্ন বাতাসে তোমার আঁচল চুল উড়ছে
আমার আমি চোরাবালিতে ক্রমশ ডুবে চলেছি
একবার মনে হোল হয়তো পিছন ফিরে তুমি দেখবে
মৃত্যু অক্টোপাসের মতন জড়ায়, তখন ভিড় করে সাহস।
ছন্দে চলা বিকেলের রোদ্দুর চমকে উঠল অতর্কিতে
নন্দিনী... নন্দিনী ... নন্দিনী আমাকে বাঁচাও
ফিরে দেখলেনা পাখীর নীড়ে ফিরে গেলে
চিত্রনাট্য তোমারই ছিল চিত্রিত
আমার ছিল নিতান্তই এক
পার্শ্বচরিত্রে অভিনয়।