পিকনিক থেকে ফেরার পথে
যাকে আমি হারিয়ে ফেলেছিলাম
আজ তাকে আবার ফিরে পেলাম ...
সেই রং সেই রূপে ভাবতে পারিনি
আবার তাকে পেয়ে যাব...
দেখা না দেখায় চলে গেছে সাত সাতটা মাস।
ভুলেই গিয়েছিলাম
কখনো কখনো অবশ্য মনে পড়তো
যদি পাই বা পেতাম খুব ভালো হতো... তার বদলে নতুন যাকে সঙ্গী করেছিলাম
ন্যায্য দামে শোকেস থেকে মুক্তি দিয়েছিলাম...
সে সকল চাহিদা মিটিয়ে দিয়েছিল...

তারপর দিনকাল দেশের পরিবর্তন ঘটল
তার কথা তেমন করে আর মনে পড়ে না
হঠাৎ দুপুরে দু'দিন আগে
লালবাজার থেকে নির্দেশ এসেছিল... আপনার জিনিসটা ঠিক সময় মত কাগজপত্র দিয়ে ফেরত নিয়ে যাবেন...
শেষমেষ তাকে পেয়ে গেলাম
এক্কেবারে হাতের মুঠোই কিন্তু সে  অভিমানী...
এখনো পর্যন্ত কথা বলা শুরু করেনি। হয়তো ডাক্তারখানায় যাবে চাই
নিজেকে আরো পরিশীলিত করার জন্য/