দারুন একটা উপাখ্যানের মত গলাধঃকরণ
করে নিলাম। নিমেষে ইশারার নিমন্ত্রন।
মনেই হয়নি ওযে ছিল ঊর্ণনাভের পাতা ফাঁদ।
দুহাতে পঞ্চ ইন্দ্রিয়ে অনুভবে অনন্য অণুরনন
প্রতি রোমকূপে বার বার কি শিহরন
দেখা না দেখার শরীর ঘিরে আগুন লেলিহান
দুর্নিবার কামিনীর উগ্র গন্ধে কি মাতন
ওরে আজ আমি কি দিশাহারা ভীষণ।
আজ বুঝি চিরহরিৎ আমলকীর কাননে ছিল
আমার পত্রে পুস্পে গন্ধে বর্ণে গভীর নিমন্ত্রণ
ওখানে যে আজ রাত্রির ভাষা
বুঝে নেবার চলবে আদিম খেলা।
চাঁদ এসে ফিরে চলে যাবে অমার অবগাহনে
নদী এসে তীর ছুঁয়ে চলে যাবে মোহানায়
জোনাকিরা জ্যোৎস্না খুঁটে আঁধার রেখে যাবে।
ঊর্ণনাভের ফাঁদে জড়িয়ে গেছি শিকড়ে বাকড়ে
পালাবার পথ নেই রয়ে গেছি
চলৎশক্তি হীন পান্থপাদপের মতন আজীবন।