যা পেয়ে চলেছি নিরন্তর তা চাইনা
যা সত্যিকারের চাই কেন তা পাইনা/
একরাশ আদ্রতায় আকাশের মুখ দেখেছি
নিদ্রাহীন শুষ্কতায় দীর্ঘ পথ হেঁটে চলেছে/
নির্ধারিত সময়ে ঠিকানাতে পৌঁছে গেছি
সেখানে তোমরা থাকো না হতাশ হয়েছি/
বুঝে গেছি এই বাগানে গোলাপ ফুটবেনা
অভিশপ্ত আমি এখানে বসন্ত আসবেনা/
কথা ছিল মিল্কি ওয়েতে রাত্রি শেষ হবে
কথা কথায় থাকে শুধু সময় বয়ে যাবে/