দর্পণে মুখ দেখলে নিজেকে তুমি চিনবে
অহংকার প্রাসাদ তোমার ঝনৎকারে টুটবে ।
রেখেছ কেন সেই দানবের উচ্চ শিরে হাত
জবাব চাইছে জনতা খুঁটে খায় যারা ভাত।
ছলাকলা করে বার বার পেয়ে যাব বুঝি পার
দুনিয়া জুড়ে শুরু হয়ে গেছে প্রতিবাদ চিৎকার।
ইনিয়ে বিনিয়ে কি সব বলো আবোল তাবোল যত
হাসি বিদ্রুপে মজা মস্করা লাগে জোকারের মত ।
ইঁদুরকলের ফাঁদে একে একে সব পড়ছে ধরা
বজ্র রবে শোনো ঘন ঘন বাজে বিসর্জনের কড়া।