যদি পাগলী আমি রাই, তুই পাগল কানাই
ছল করে জল আনতে আমি যমুনাতে যাই।
তোর জন্যই মালা গাঁথি
ফুল তুলেছি ভোরবেলায়।
আমি যে তোর রাই।
(ওগো) পুড়ছি আমি রাত্রি দিনে বিরহ বরিষণে।।
যদি নষ্ট পুরুষ তুই, তাতে কিইবা আসে যায়
পড়শিরা সব বড়ই নিদয় মন্দ আমায় কয়।
তুই যেমন আছিস তেমন থাকিস
অঙ্গ জুড়াস জোছনায়।
আমি যে তোর রাই।
(ওগো) পুড়ছি আমি রাত্রি দিনে বিরহ বরিষণে।।
যদি ঠোঁটেতে ঠোঁট ছুঁই তবে অচিনপাখী মুই,
আমার ডানায় ডানা জুড়ে নীল নীলিমায় যাই।
(আমি) কালপুরুষের সঙ্গে মিশে
কলঙ্কিনী হতে চাই।
আমি যে তোর রাই।
(ওগো) পুড়ছি আমি রাত্রি দিনে বিরহ বরিষণে।।
তুই সাগর সর্বগ্রাসী মুই ধানসিঁড়ি সর্বনাশী
মরন দেখেও তোর দুচোখে স্বপন দেখতে আসি।
(আমি) দুলবো বলে দোলন দোলায়
ঠিকানা মোর ভুলে যাই।
আমি যে তোর রাই।
(ওগো) পুড়ছি আমি রাত্রি দিনে বিরহ বরিষণে।।
তোর পাগলী হতে চাই।