এই বেশ ভালো থাকা মিলে মিশে আশে পাশে থাকা  
দেখা শোনায় বলা না বলায় বারে বারে পিছু ডাকা।

হৃদয়ের বাগান জুড়ে আজ নানা রঙের ফুলগুলি
কি করি ভেবে না পাই তাই হাতে নিলাম রং তুলি।

গির্জার ঢঙ ঢঙ ঘণ্টা শব্দে সে বুঝি এসে ফিরে গেছে
রাতের গভীরে আলোর শিখায় ভালবাসা রেখে গেছে।

হারিয়ে যাওয়া সে দিনগুলো তোমার পরান ছুঁয়ে গেল
ঝল ঝলমলে আলোর পথে বৃষ্টি দুফোঁটা ঝরে গেল।

এই চেনাপথ কেমন করে নতুন করে দেখায় দিশা
বিলম্বিত ছন্দ সুরে সে গানখানি মেটায় গভীর তৃষা।