অভয়ার বিচার চাই
প্রতি মণ্ডপে মণ্ডপে লিখে দিও।
এবারে ঘটা করে যেন প্রতিমা উদ্বোধন না হয়।
প্রতিমার পাশে তাঁর মুখহীন মুখচ্ছবি রেখে দিও
যদি সে আসে ভিড় ঠেলে প্রতিমা দেখার ছলে
তাকে রাস্তা করে দিও।
ভি আই পি হতে সে চায়নি।
তবু সে আমাদের হৃদয়ের বিশেষ আসনে।

অভয়ার বিচার চাই
প্রতি মণ্ডপে মণ্ডপে লিখে দিও।
যদি কেউ এই কোলাহলে অসুস্থ হয়ে পড়ে;
অস্বস্তিতে প্রেসার যায় বেড়ে
ঐ মেয়েটাকে ডেকে নিও
সে ঠিক ত্রস্ত পায়ে তখুনি আসবে ছুটে
আমি নিশ্চিত বিনা ভিজিটেই সে রোগী দেখবে।
রোগী সুস্থ হলে আমাদের মেয়ে বিজয়ের হাসি হাসবে।

অভয়ার বিচার চাই
প্রতি মণ্ডপে মণ্ডপে লিখে দিও।
মাকে এবারে বলে দেওয়া হয়েছে
এবারে মা যেন বিশেষ প্রস্ত্রুতি নিয়ে আসে।
এই বঙ্গে অসুরেরা সব জাঁকিয়ে বসেছে।
মহালয়ার পুণ্যলগ্ন আসার আগেই
যেন অসুরগুলো সব একে একে বধ হয়।
আপামর জনতা রাত্রিদখল করে সবটা দেখিয়েছে
দুর্গতিনাশিনী মা স্মরণ করছি এই শিউলি সকালে।
ন্যায়বিচারে পাশে থেকো
অভয়ার হাড়ে যেন বাতাস লাগে
অবশেষে স্বস্তি শান্তি ফিরিয়ে দিও মাগো।