যেদিন তুমি আমায় একলা রেখে চলে গেলে
সেদিন তোমার চোখে সত্যি বৃষ্টি ঝরে ছিল?
আমার ছোট্ট ভুবন ছিল তোমাদের ঘিরে ঘিরে
যেতে যেতে কোলের শূন্যতা প্রশ্ন কি করেছিল?
বৃন্ত থেকে ফুলটা যখন মাটিতে যায় ঝরে
তখন কি আমার কথা তোমার মনে পড়ে?
আমার তুলতুল হাত আপনমনে তোমায় ছুঁতে চায়
আমার ছলছল চোখ চতুর্দিকে তোমায় খুঁজে বেড়ায়।
কোন দোষে বল হয়ে গেলাম সুধারসে বঞ্চিত
স্নেহ ভরা বৃষ্টিধারা ছিলনা বুঝি যত্নে লালিত।
লাল লাল ঠোঁট ঘুমের ভিতরে কী যেন বলতে চায়;
খোকা বুঝি উঠেছে জেগে, দিয়েছ কি সাড়া তায়?
এখানে ছিল আলো আঁধার, ছিল আহার অনাহার
জল বিনা বৃক্ষ যেমন বাঁচে, তেমনি ছিল জীবন আমার।
অচেনা অজানা এক রাজ্যে অভিমানী এক পরবাসী
কারণে অকারনে হাসি কান্নায় আজো তোমায় ভালবাসি।
তবু আশপাশ থেকে ছুটে আসে কত অবাঞ্ছিত লাঞ্ছনা
ভিকিরির মতন নিজেকে গুটিয়ে নীরবে সই শত লাঞ্ছনা।
ফুল দেখে সব দেয় বাহবা, ক্যকটাসের কাঁটা কেউ দেখেনা
বুকে যে আমার চাপা আগুন আছে তুমিও কী জানতে না?