এ কেমন আমার মহাদেশ
চোরেরা পায় মহাসম্মান দোষীরা পায় প্রোমোশন।
এ কেমন আমার কর্মদেশ
নিরাপত্তা নেই আমার মেয়ের ছিনিমিনি দেহ তাঁর।
এ কেমন আমার ভাগ্যদেশ
যারা চাকরি চুরিতে ঘামালো মাথা তারায় দেশের মাথা।
এ কেমন আমার ধর্মাদেশ
যত আছে শোক সব ভুলে যাও উৎসবে যোগ দাও।
এ আমার কোন অচিনদেশ
মুখগুলো সব অসুর মুখোশ দানবদলনী বড় হতাশ।
এ আমার কেন স্বপ্নাদেশ
স্বপ্নের পথ দিশাহারা দুয়ারে দুয়ারে ভিক্ষা মেগে ফেরা।
এ আমাদের মানবাদেশ
তাই চুপচাপ নই মিছিল হরতাল কিংখাবে তরোয়াল।