তোমার কাছে সব ছিল
দুধের সরের মতন তুমি সুখ বেছে নিলে
দুঃখ যত আমার রয়ে গেল।
বাগানের যত ফুল ছিল
একে একে সব তোমার আঁচলে বেঁধে নিলে
কাটা শুধু রয়ে গেল।
বিখ্যাত মহান হবে বলেছিলে
জনগণের বঞ্চিত অর্থে স্বমূর্তি বানালে
মহান মানবতা তোমায় মানায় কি?
বসন্ত এনে দেবে বলেছিলে
তোমার ঘরে বসন্ত বিরাজমান
শীত গ্রীষ্ম বর্ষায় আমার ভীষণ জ্বর।