চলো চলো আলো হাতে ওদের সাথে
ওরা যাবে ঠিক আলোর পথে।
ওদের চোখে আজো আগুন আছে
ঝড়ের মুখে তাই মশাল রাখে।
ওদের চোখে আজো স্বপ্ন ঝরে
থাকবেই সাথে সাথে রাত বিরাতে।

দিনের আলোয় কারা আঁধার ছড়ায়
একটু একটু করে সব চিনতে শেখায়।
টক্কর নিতে হবে কাহাদের সাথে
বুক চিতিয়ে কখন কোথায় হবে দাঁড়াতে।

সকালের সূর্যটা মেঘের আড়ালে
তাই জীবন কী থাকবে গোলকধাঁধায়?
মুখ লুকায়নি ওরা হেরে গেছে বলে
বুকে যে ভীষণ জেদ আনবে ছিনিয়ে জয়।

মহিনের ঘোড়াগুলি ছুটবে আবার।
যেতে যদি হয় যাব দুঃসহ দুর্গম রাতে।
চলো চলো একসাথে উজানের পথে
সোনালী সকালটাকে মুঠোয় ফেরাতে।