বেশ বেশ পেরিয়ে গিয়েছে চারশত
এবারে ধুয়ে দেবে জীবনের সব ক্ষত
যার জীবনে লুকানো আছে ব্যথা যত
আমরা জলে ভেজা রোদে পোড়া
ছেঁড়া পতাকা সেই অপেক্ষায় রত।
স্বপ্নগুলো পিপীলিকা পথ সারি সারি
একের পর একে গড়ে স্বপ্নের বাড়ি
জ্বলে নিয়ন বাতি সমুখে স্বপ্ন সিঁড়ি
দেখি আকাশের উরন্ত ইস্পাত পাখী
আছে অপেক্ষায় বিদেশে দিতে পাড়ি।
আবার আশায় আষাঢ় এসেছে ভিড় করে
কালো ধোঁয়া দেশময় বেড়ায় ঘুরে ফিরে
জলের ধারা শুকায় বিষাদ বাতাস ভারে
উল্লাসে মাতে যারা মৃত লাশ ঘিরে ঘিরে
ওরা আলো চায়না ওরা বাঁচে অন্ধকারে।
রক্তে ভেজা রুমাল আশাটুকু বুকে রাখে
ঝরে ধানের শীষে জীবনের ছবি আঁকে
মুখ ডুবিয়ে যারা চিমনীর ধোঁয়া দেখে
ধুলো পায়ে রাজপথে আবার এসেছে ফিরে
সদ্য সকাল খাতায় নামটা টুকে রাখে।